 
                            
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
শেখ বশিরউদ্দীন আরও বলেন, খেলাধুলা কেবল জীবন উপভোগের মাধ্যম নয়, এটি মানুষকে নেতৃত্ব দেওয়ার শিক্ষা দেয়। খেলাধুলা আমাদের শেখায় অধ্যবসায়, সহনশীলতা এবং হার-জিত মেনে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে।
 
তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলায় মনোনিবেশ করতে হলে সঠিক মাঠ ও অনুকূল পরিবেশ থাকা আবশ্যক। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
 
উপদেষ্টা বলেন, বেসবল বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা। যদিও এটি আমাদের দেশে নতুন, তবুও আমরা অনেক নতুন খেলাকে গ্রহণ করেছি এবং বেসবলও একদিন জনপ্রিয় হবে। তিনি বলেন, “হলিউডের সিনেমায় দেখেছি, বেসবল খেলায় পরিবার ও আবেগ একত্রিত হয়। আশা করি, আমাদের যুব সমাজ এতে অভ্যস্ত হয়ে উপকৃত হবে এবং দেশের সুনামও বিশ্ব দরবারে বৃদ্ধি পাবে।”
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।
 
প্রসঙ্গত, বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১ নভেম্বর।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    