আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে চিলমারী-রাজিবপুর নৌ পথে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়। তবে এ পর্যন্ত লুট হওয়া অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রবিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে মাঈদুল ইসলাম নামে এক ভুক্তভোগী মামলাটি দায়ের করেন। তার বাড়ি রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের পাখিউড়া এলাকায়।
মামলা সূত্র জানায়, রবিবার সকালে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের আনন্দ বাজার ঘাট হতে কয়েকজন ব্যবসায়ী নৌকাযোগে গরু কেনার জন্য চিলমারীর জোড়গাছ বাজারে রওনা দেন। নৌকাটি চিলমারী উপজেলার কড়াইবরিশাল ঘাটের দিকে পৌঁছলে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আকস্মিক ১৮-২০ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাত দল নৌকাটি আটকে দেন। এ সময় আট গরু ব্যবসায়ীর কাছ থেকে নগদ ১৩ লাখ ৭৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান জানান, বিষয়টি নৌ পুলিশ ফাঁড়িকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খলিলুর রহমান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।