সমন্বয়ক রাফির ওপর হামলা: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০১:৪৯ অপরাহ্ণ   |   ১০১ বার পঠিত
সমন্বয়ক রাফির ওপর হামলা: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের আদালতে তাকে হাজির করা হলে, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
 

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল্লাহ আল হামিম (২৩)। তিনি রাউজানের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিমের ছেলে ফারাজ করিমের সংগঠন 'সেন্ট্রাল বয়েজ অব রাউজান'-এর কর্মী। সোমবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের রাউজান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 

পুলিশের তথ্যানুসারে, রাউজানের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলা হয়। হট্টগোল চলার এক পর্যায়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা হামিমকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে এ ঘটনায় রাউজান থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, ‘সোমবারের মতবিনিময় সভায় কয়েকজন ছাত্রলীগকর্মী শিক্ষার্থীদের ছদ্মবেশে প্রবেশের চেষ্টা করে। প্রবেশ করতে না পেরে হট্টগোল শুরু হয় এবং এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এর মধ্যে আবদুল্লাহ আল হামিমকে গ্রেপ্তার করা হয়েছে।’