 
                            
ঢাকা প্রেস নিউজ
 
ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পাশাপাশি তার আয়কর নথি জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
 
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ফারজানা রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানসহ ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ কোটি টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এছাড়া, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার সম্পত্তি অর্জন ও ভোগ দখলের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
 
আদালত সূত্র জানায়, ফারজানা রহমান বর্তমানে দেশে অবস্থান করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি। একইসঙ্গে দুদকের আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে তার ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত মূল আয়কর নথি জব্দের আদেশও আদালত মঞ্জুর করেছেন।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                