দুপুর আড়াইটার দিকে মাইলস্টোনের বিপুল সংখ্যক শিক্ষার্থী গোলচত্বরে অবস্থান নেন। পরে রাজউক উত্তরা মডেল কলেজসহ আশপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। একসঙ্গে স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যান দুর্ঘটনাস্থলের দিকেও।
সকালে বিক্ষোভ শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও বেগবান হয়। স্থানীয় অনেক সাধারণ মানুষও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেন। সবারই এক দাবি—মর্মান্তিক বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তি।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে গোলচত্বর এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। তারা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান করার অনুরোধ জানিয়ে যাচ্ছেন।