ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
জাতীয় পার্টি (জাপা) কোনো সুবিধাবাদী দল নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, “জাতীয় পার্টিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। কিছু মানুষ আমাদের ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে বক্তব্য ও বিবৃতির মাধ্যমে আমাদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “অনেকে আমাদের সুবিধাবাদী বা সুবিধাভোগী দল হিসেবে চিহ্নিত করতে চান। কিন্তু বাস্তবতা হলো, জাতীয় পার্টির অধিকাংশ নেতাকর্মী সবসময় জনগণের পাশে থেকেছে এবং তাদের স্বার্থে সংগ্রাম করে যাচ্ছে। আগামীতেও জাতীয় পার্টি জনগণের পাশে থাকবে।”
আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত দলের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।