শাহিন হলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ এএসআই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ মে ২০২৪ ০৪:০৫ অপরাহ্ণ   |   ৫৬৭ বার পঠিত
শাহিন হলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ এএসআই

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

রংপুর রেঞ্জের সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসার ফলে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান শাহিন ।

 

এএসআই শাহিনুর রহমান শাহিন কুড়িগ্রাম সদর থানায় কর্মরত আছেন। তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগেও একাধিক বার এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন।

 

২৪ মাসে ওয়ারেন্ট নিষ্পত্তি, জুয়া, চুরি, ছিনতাই ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ এএসআই হিসাবে নির্বাচিত হন তিনি।

 

গত শনিবার রংপুর রেঞ্জ কার্যালয়ে অতিরিক্ত আইজিপি আব্দুল বাতেন পিপিএম এর হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করে এএসআই শাহিনুর রহমান শাহিন।

 

এসময় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ রেঞ্জ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।