মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
সেনাবাহিনী আসন্ন রমজান কে সামনে রেখে এনএসআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোজ্য তেলের অবৈধ গোপন মজুদের গুদামে অভিযান করেন।
এনএসআই এর সমন্বয়ে সেনাবাহিনী, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর , কৃষি বিপণন অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর অংশগ্রহনে যৌথ অভিযানে আসন্ন রমজান উপলক্ষে বাজারে কৃত্রীম সংকট তৈরির অপচেষ্টায় ভোজ্য তেলের অবৈধ গোপন মজুদের দায়ে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরীর গুদামে অভিযান পরিচালনা করেন।উক্ত অভিযানে এনজি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান কে ৫৯ হাজার লিটার ভোজ্য তেলের অবৈধ গোপন মজুদের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।