নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টার আমরণ অনশনে আমজনতার দলের তারেক রহমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০২:৫৩ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টার আমরণ অনশনে আমজনতার দলের তারেক রহমান

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের দাবিতে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের আমরণ অনশন চলছে টানা ১২৩ ঘণ্টা ধরে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে অনশনরত তারেক রহমান এখন শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এ পর্যন্ত তাঁর শরীরে চারটি স্যালাইন পুশ করা হয়েছে।
 

রোববার দুপুরে ইসি ভবনের সামনে দেখা যায়, হাতে ‘১২৩ ঘণ্টা অনশন’ লেখা কার্ড নিয়ে গেটের সামনে শুয়ে আছেন তারেক রহমান। প্রায় ছয় দিন ধরে একই পোশাকে টানা অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না; ইশারা-ইঙ্গিতের মাধ্যমেই আশপাশের মানুষের সঙ্গে যোগাযোগ করছেন।
 

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের রক্তচাপ বিপজ্জনকভাবে নেমে গেছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমজনতার দল। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে,
“সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমরা দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি।”

 

দলটির অভিযোগ, “১২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। নিবন্ধনের ন্যায্য দাবিতে নীরবতা ও উদাসীনতা জনমনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।”
 

এদিকে, আমজনতার দলের পাশাপাশি আরও কয়েকটি রাজনৈতিক দলও একই দাবিতে ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিসি) এবং বাংলাদেশ সল্যুশন পার্টি।