আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ   |   ২৭৫ বার পঠিত
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি শেষ পর্ব পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার সময় সঠিকভাবে পরিচয়পত্রসহ উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।