তবে কি অবসরে যাচ্ছেন অমিতাভ বচ্চন?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৫ অপরাহ্ণ   |   ১১০ বার পঠিত
তবে কি অবসরে যাচ্ছেন অমিতাভ বচ্চন?

বিনোদন ডেস্ক:-

 

বলিউডের শহেনশাহ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। দেশ-বিদেশের নানা ঘটনা থেকে শুরু করে নিজের জীবনের বিশেষ মুহূর্তগুলো তিনি প্রায়ই শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। তবে এবার তার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।
 

শুক্রবার রাতে এক্স (পূর্বের টুইটার) প্রোফাইলে বিগ বি লেখেন, "টাইম টু গো…" অর্থাৎ, "চলে যাওয়ার সময় হয়েছে।" এই রহস্যময় পোস্ট দেখেই অনুরাগীদের মনে দানা বাঁধে নানা প্রশ্ন— কোথায় যেতে চাচ্ছেন তিনি? সব ঠিক আছে তো?
 

বলিউড মহলে গুঞ্জন, হয়তো অমিতাভ বচ্চন অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি শিগগিরই আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা আসতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে এখনো এ বিষয়ে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 

বর্তমানে "কৌন বনেগা ক্রোড়পতি"-র সঞ্চালনার দায়িত্ব পালন করছেন অমিতাভ। তার ব্যারিটন কণ্ঠ এবং মুগ্ধ করার ক্ষমতা আজও অটুট। ৮২ বছর বয়সেও তিনি নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ জানিয়ে চলেছেন। তবে এবার হয়তো সত্যিই অবসরের পথে হাঁটতে চলেছেন বলিউডের এই জীবন্ত কিংবদন্তি।
 

সূত্র: টিভি নাইন বাংলা।