 
                            
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বিপ্লব মিয়া" (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১শে আগষ্ট) বিকাল আনুমানিক ৩টার দিকে, উপজেলার রমনা ইউনিয়নের "ভট্ট পাড়া" গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয়রা বলেন, আজ বিকেল আনুমানিক ৩টার দিকে, "বিপ্লব মিয়া ঝাঁকি জাল (মুট জাল)" নিয়ে নদীতে মাছ ধরতে নামেন। এ সময় সে নদীর তীব্র স্রোতের মধ্যে তলিয়ে যান, খুজে পাওয়া যায়নি। তারপর ১ঘন্টা পরে, নদের ডুবে যাওয়া স্থান থেকে একটু দূরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত বিপ্লব মিয়া, রমনা ইউনিয়নের জোড়গাছ সাতঘরি পাড়ার শামছুল হকের ছেলে বলে জানাগেছে।
এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশের ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় লোকজন ও স্বজনদের সহায়তায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি এবং আইনগত প্রক্রিয়া শেষে, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
 
                                                
                                                 
                                                
                                                