নলচিরা ঘাটে অতিরিক্ত যাত্রীবহন: ২ স্পিডবোট চালককে জরিমানা

প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:১৫ অপরাহ্ণ ০ বার পঠিত
নলচিরা ঘাটে অতিরিক্ত যাত্রীবহন: ২ স্পিডবোট চালককে জরিমানা

ঢাকা প্রেস,হাতিয়া প্রতিনিধি:-

 

নোয়াখালীর হাতিয়ার নলচিরা ঘাটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুইটি স্পিডবোটকে অতিরিক্ত যাত্রীবহনের অভিযোগে জরিমানা করেছেন।
 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন।
 

অভিযানের সময় দুটি স্পিডবোট চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে নলচিরা ঘাটে পৌঁছালে তাদের আটক করা হয়। অতিরিক্ত যাত্রীবহন ও বৈধ অনুমোদন না থাকায় কাজী রাকিবের মালিকানাধীন স্পিডবোটকে ৩ হাজার টাকা এবং আবদুর রহমানের স্পিডবোটকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে বেশ কিছু স্পিডবোট অতিরিক্ত যাত্রীবহন করে আসছে। প্রশাসনের তদারকির অভাবে এ ধরনের অনিয়ম ঘটে চলেছে। যাত্রীরা ইতোমধ্যে মাঝনদীতে বিকল হওয়া এবং অন্যান্য সমস্যার বিষয়ে উপজেলা প্রশাসনকে অভিযোগ করেছেন। এ প্রেক্ষিতে প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে।
 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, নদীপথে যাত্রী পরিবহনে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অন্যান্য স্পিডবোট মালিকদের বৈধ কাগজপত্র হালনাগাদ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।