মাদারগঞ্জ সরকারি হাসপাতালে দীর্ঘ ১ বছর পর ফের চালু হলো এক্স-রে সেবা 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ আগu ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে দীর্ঘ ১ বছর পর ফের চালু হলো এক্স-রে সেবা 

নিজস্ব প্রতিবেদক:-
 


দীর্ঘ ১ বছর বন্ধ থাকার পর জামালপুরের মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ফের চালু করা হয়েছে  ডিজিটাল এক্স রে  সেবা। 


মঙ্গলবার দুপুরে ১০০ শয্যা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনের নিচতলায় ডিজিটাল এক্স রে সেবা কার্যক্রম ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক। 


এ সময় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান, এনসিপি নেতা সিয়াম আহমেদ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  


হাসপাতালে আসা সেবা প্রার্থীদের মধ্যে মনোহর, ছালাম ও জসিম উদ্দিন জানান মাস খানেক আগে হাসপাতালে এসে এক্স রে সেবা থেকে বঞ্চিত ছিলাম। বাহিরে থেকে ৫/৬ শ টাকায় এক্স রে করতে হয়েছে। এখন এক্স রে চালু হওয়ায় অল্প খরচে আমাদের মত গরিবের  অনেক  উপকার হবে। 


এ ব্যাপারে মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান বলেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা উন্নিত হলেও চলছে ৫০ শয্যায়। ৫০ শয্যা হিসেবে মেডিকেল অফিসার থাকার কথা ৭ জন সেখানে আমরা ৩ জন রয়েছি। তবুও সর্বোচ্চ চেষ্টায়  চিকিৎসা সেবা দিচ্ছি। 


মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান এক্স রে ফিল্ম না থাকায় দীর্ঘ ১ বছর এ সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে সেবা প্রার্থীরা।  বর্তমানে এই হাসপাতাল থেকে সরকারি ফি মাত্র ৭০ টাকায় এক্স রে সেবা পাবে। বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে হাসপাতালে জনবল সংকট। এ কারণে ব্যাপক প্যারা নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে কয়জন মেডিকেল অফিসারসহ মেডিকেল টেকনোলজিস্ট ও উপ সহকারী  কমিউনিটি অফিসারবৃন্দ।  
 

এক্স রে সেবা ছাড়া ও অন্যান্য চিকিৎসা সেবা নিতে সরকারি  হাসপাতালে আসার আহবান জানিয়েছেন তিনি।