ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না: কাদের সিদ্দিকী

প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ ৫০৪ বার পঠিত
ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না: কাদের সিদ্দিকী

ঢাকা প্রেস নিউজ

 

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, "মওলানা ভাসানীর জন্ম না হলে আমরা আজ বাংলাদেশের নাগরিক হতাম না। তাঁর জন্ম না হলে পাকিস্তান হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশও হতো না।"

 

 

আজ ১৭ নভেম্বর, রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
 

এ সময় কাদের সিদ্দিকী বলেন, "সম্প্রতি দেশে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। তবে অতীতকে অস্বীকার করে যদি কেউ পরিবর্তন করতে চায়, তাহলে তারা মূর্খতার স্বর্গে বাস করছে। সময়ের ব্যবধানে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। মানুষ অনেক আশা করেছিল, কিন্তু গত তিন মাসে তারা সেই আশার প্রতিফলন দেখতে পায়নি।"
 

সরকারের উদ্দেশে তিনি বলেন, "দেশ পরিচালনায় জনগণের কথা বিবেচনা করুন। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। আজ যারা ক্ষমতায় আছেন, তাদের জন্যও ক্ষমতা চিরস্থায়ী হবে না। তাই দেশের মানুষের কথা ভাবুন, তাদের সম্মান করুন। অতীতকে সম্মান করুন। যারা দেশের জন্য অবদান রেখেছেন, তাদের যথাযথ সম্মান প্রদর্শন করে রাষ্ট্র পরিচালনা করুন।"
 

তিনি আরও বলেন, "এই দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার চায়। শেখ হাসিনার মতো একজন নেতার এমন করুণ পরিণতির প্রধান কারণ হলো তিনি জনগণের ভোটাধিকারকে সম্মান করেননি। দীর্ঘ সময় ধরে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হলে, এখন যারা ক্ষমতায় আছে তাদের ভবিষ্যতও ভালো হবে না—এটা আমার বিশ্বাস।"
 

এ সময় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।