মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৮ নভেম্বর ২৫) বিকাল ৪টায় বালীজুড়ী এফ এম হাইস্কুল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মজনু ফকির, হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডাঃ এম এ মান্নান ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রাসেল, সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল-মামুন সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বালীজুড়ী হাইস্কুল মোড় দলীয় কার্যালয়ে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালীজুড়ী সি এন জি স্ট্যান্ডে গিয়ে সমাবিত হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর কর্নেল (অবঃ) আবু তাহের ও জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে।
সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লববিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল।