ইন্টার মায়ামির ম্যাচ দিয়েই এমএলএসের নতুন মৌসুম মাঠে গড়াচ্ছে

প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০৫ অপরাহ্ণ ১৫২ বার পঠিত
ইন্টার মায়ামির ম্যাচ দিয়েই এমএলএসের নতুন মৌসুম মাঠে গড়াচ্ছে


গত মৌসুমে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ক্লাবটিকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল মেসি। লিগস কাপের শিরোপা জেতালেও এমএলএসে মেসির দলের পারফরম্যান্স ছিল খুবই বাজে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এখন মাঝামঝি সময় চললেও এমএলএসে শুরু হচ্ছে নতুন মৌসুম। ইন্টার মায়ামির জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে নামতে প্রস্তুত মেসি।

 

অবশেষে দীর্ঘ চার মাস পর ফের লিগের ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) রিয়াল সল্ট লেকের বিপক্ষে মাঠে নামছে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই মাঠে গড়াচ্ছে এমএলএসের নতুন মৌসুম। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে এই ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে দেখা যাবে মেসিকে। শুধু মেসিই নন, এই ম্যাচ দিয়ে এমএলএসে অভিষেক হচ্ছে লুইস সুয়ারেজেরও। বার্সেলোনার আক্রমণভাগ মাতানো এই জুটি এবার এমএলএস মাতানোর অপেক্ষায়।


গত মৌসুমে লিগের অর্ধেকের বেশি শেষ হয়ে যাওয়ার পর ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। ততদিনে লিগ শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে পড়েছে তার দল। এবার মৌসুমের শুরু থেকেই আর্জেন্টাইন মহাতারকাকে পাচ্ছে ফ্লোরিডার দলটি। তাই প্রত্যাশার চাপটাও থাকছে অনেক বেশি।