রাজধানীর নিউমার্কেট খুলেছে, ক্রেতাদের আনাগোনা কম

প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৩ ০৩:২১ অপরাহ্ণ ১৫০১ বার পঠিত
রাজধানীর নিউমার্কেট খুলেছে, ক্রেতাদের আনাগোনা কম

ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর বন্ধ করে দেওয়া হয়েছিল নিউমার্কেট। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ মার্কেট খুলে দেওয়া হয়েছে। নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিপিডিসির সঙ্গে কথা বলে অনেক কষ্টের পর বেলা ১১টা থেকে নিউমার্কেটে বিদ্যুৎ–সংযোগ নেওয়া হয়েছে। এরপর মার্কেট খুলে দেওয়া হয়েছে।



আজ বেলা পৌনে দুইটার দিকে সরেজমিন দেখা যায়, দোকানিরা পণ্যের ফসরা সাজিয়ে বসেছেন।

টেবিল–চৌকি বসিয়ে মালামাল তুলছেন। অনেকে বেচাবিক্রিও শুরু করেছেন। তবে ক্রেতাদের সংখ্যা তুলনামূলক কম।

 

নিউমার্কেটের ভেতরের উন্মুক্ত স্থানে একটি চৌকিতে তোয়ালে বিক্রি করছেন মো. হারুন। তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়ার পর নিউমার্কেট যে আবার খুলেছে, তা মানুষ এখনো জানে না। এ জন্য হয়তো তাদের সংখ্যা এখন কিছুটা কম।

সরেজমিন আরও দেখা যায়, মানুষের হাঁটাচলার জায়গায় যাঁরা মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, তাঁদের দোকানের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।

 

অগ্নিদুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক তারে মালামাল ঝুলিয়ে না রাখা, যেখানে–সেখানে মালামাল নিয়ে না বসা এবং মানুষের হাঁটাচলার পথ বন্ধ করে যাঁরা ব্যবসা করছে, তাঁদের দোকানের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম।