সেন্টমার্টিনে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২১ অপরাহ্ণ   |   ৭৫ বার পঠিত
সেন্টমার্টিনে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:-

 

কোস্টগার্ড সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

রোববার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন সেন্টমার্টিন বিসিজি স্টেশন দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নীলাচল রিসোর্ট সংলগ্ন সি-বিচ এলাকায় জিও ব্যাগের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্য পরবর্তীতে বিনষ্ট করার প্রক্রিয়া চলছে।