সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোর শহরের মাদরাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালের নিজ কক্ষ থেকে জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই মরদেহ উদ্ধার করে।
তিনি জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ও জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ড্যাবের সাবেক আহ্বায়ক ও নাটোর সিভিল সার্জন অফিসের সাবেক এমওসিএস ছিলেন। তিনি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে মো. হাসান মাস্টারের ছেলে। তিনি সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে হাসান মাস্টারের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায় ডাক্তার আমিরুল ইসলাম সারারাত কয়েকটি অপারেশন করে হাসপাতালের তৃতীয় তলায় নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর দুইটা নাগাদ হাসপাতালের অন্যান্য স্টাফরা তাকে ডাকলে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কাতে থাকে কোন সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার মহাদয় মো. আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি, এটা একটি হত্যাকান্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
রিপোর্ট লেখা পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুরতহাল তৈরি করছিলেন।