নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমা নিয়ে জয়া আহসানের বার্তা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৫ অপরাহ্ণ   |   ৮৯ বার পঠিত
নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমা নিয়ে জয়া আহসানের বার্তা

বিনোদন ডেস্ক:-

 

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে অংশ নিয়েছেন জয়া আহসান। ৩০ জানুয়ারি শুরু হওয়া এ উৎসবটি আজ শেষ হচ্ছে। ৬ ফেব্রুয়ারি সেখানে প্রদর্শিত হয় সিনেমাটি।
 

জয়া আহসান জানিয়েছেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি বিদেশি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং তারা সিনেমাটির ব্যাপক প্রশংসা করেছেন।
 

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের সুমন মুখোপাধ্যায়। সিনেমাটিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
 

অভিনেত্রী শনিবার তার ফেসবুকে লেখেন, “পশ্চিমা দর্শকরা সিনেমাটি অত্যন্ত উপভোগ করেছেন। তাদের মতে, ‘পুতুলনাচের ইতিকথা’ একটি অসাধারণ সেলুলয়েড সৃষ্টি। বিশেষ করে সিনেমায় বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীদের সাহসী, শক্তিশালী চরিত্রগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং প্রশংসা করেছেন।”
 

জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।