সুরুজ আলী,নাটোর প্রতিনিধিঃ-
নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে আবু তালেব (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১২টার দিকে মাঝগাও ইউনিয়নের বাহিমালী গ্রামের বিলে এই ঘটনা ঘটে। নিহত আবু তালেব বাহিমালি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
মাঝগাও ইউনিয়নের সাবেক মেম্বার রিপন জানান, সকালে বৃষ্টির সময় আবু তালেব তার নিজের ধানের জমিতে কৃষিকাজ করতে যান এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবু তালেব দীর্ঘদিন বিদেশ ছিলেন কিছুদিন আগে বাড়িতে আসে ও নিজ জমিতে কৃষিকাজ শুরু করেন।
এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।