নারায়ণগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৪ ০৮:৪৯ অপরাহ্ণ   |   ৪৪৫ বার পঠিত
নারায়ণগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার

ঢাকা প্রেস, নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিহত নিলুফা বেগম (৫৫) কুমিল্লার দাউদকান্দি থানার বাসিন্দা এবং ফতুল্লার গাবতলী নতুন বাজারে ভাড়া থাকতেন। তিনি মাসদাইর সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন।
 

সোমবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার গাবতলী হালিম মিস্ত্রীর বাসায় এই ঘটনা ঘটে। নিহতের ছেলে নাছিরের অভিযোগ, শান্ত নামে এক যুবক তার মায়ের হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করছিল। নিষেধ করায় শান্ত ক্ষিপ্ত হয়ে তার মায়ের মাথায় ও শরীরে আঘাত করে। আশপাশের লোকজনের চিৎকারে দৌড়ে গিয়ে নিলুফাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শান্তকে গ্রেপ্তার করে। শান্ত কুমিল্লার হোমনা থানার বাসিন্দা। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, হত্যার কারণ এখনও অস্পষ্ট। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং শান্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করছে।