কুড়িগ্রামে মহাসড়কের পাশে অবৈধ জ্বালানি তেল বিক্রি অব্যাহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
কুড়িগ্রামে মহাসড়কের পাশে অবৈধ জ্বালানি তেল বিক্রি অব্যাহত

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মহাসড়কের পাশে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করছে মেসার্স সোহেল এন্ড ব্রাদার্স। প্রতিষ্ঠানটির মালিক মো. সামিউল আলম সোহেল।
 

১৭ জুলাই জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখার সহকারী কমিশনার এ.বি.এম. মেজবাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে তেল বিক্রি বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এর পরও প্রতিষ্ঠানটি গোপনে ট্রাকযোগে তেল বিক্রি করছে বলে জানা গেছে। অধিকাংশ সময় দোকান বন্ধ থাকলেও গাড়িচালকদের সঙ্গে গোপন যোগাযোগের মাধ্যমে এই কার্যক্রম চালানো হচ্ছে।
 

মাটিকাটা মোড়ে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে সাগর ফিলিং স্টেশনের মাত্র ১০০ মিটারের মধ্যে গড়ে ওঠা এই অবৈধ মিনি পাম্পটি দীর্ঘদিন ধরেই বিতর্কিত। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই নিষেধাজ্ঞা জারি করা হয়।
 

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, “এটি কোনো অনুমোদিত পাম্প নয়। লাইসেন্স রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।”
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, “এই বিষয়ে ৭-৮ জন ফোন করেছেন। আজকে সাংবাদিকের মাধ্যমে চিঠি হাতে পেয়েছি। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”