এর আগে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ তার বড় ভাই পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং হাজারো মানুষ অংশ নেন। জানাজার পর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।
প্রধান উপদেষ্টা জানাজায় বলেন, “শরীফ ওসমান হাদির মন্ত্র ছিল ‘বল বীর চির উন্নত মম শির’। তিনি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়েছেন, যা আমাদের অন্তরের মধ্যে চিরকাল থাকবে।”
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদির ওপর হামলাকারী এখনও গ্রেফতার হয়নি। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে সপ্তাহব্যাপী পদক্ষেপের বিষয়ে জনগণকে জানাতে বলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
ওসমান হাদির মৃত্যুর কারণে শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।