গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর জেরে মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৫ ০১:৫৪ অপরাহ্ণ   |   ১০৭ বার পঠিত
গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর জেরে মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় তারা কারখানায় ভাঙচুর চালিয়ে কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

আজ সোমবার সকাল ৮টার দিকে প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামেন। শ্রমিকদের অভিযোগ, আসমা আক্তার লাবনী নামে এক নারী কর্মী কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে ছুটি চাইলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি। এতে তার শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে গেলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তার লাশ নিয়ে যান।
 

তবে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের ভিন্ন দাবি রয়েছে। তাদের মতে, লাবনী কারখানার ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত লাবনীর বয়স ৩০ বছর, তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাররুখী গ্রামের মো. আফসার আলীর মেয়ে। স্বামী হৃদয়ের সঙ্গে তিনি গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং প্যানারোমা অ্যাপারেলসে কর্মরত ছিলেন।
 

লাবনীর মৃত্যুর খবর জানাজানি হলে ক্ষুব্ধ শ্রমিকরা আজ সকাল ৮টার পর মহাসড়কে নেমে আসেন এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা কারখানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান এবং কারখানার সামনে দুটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
 

খবর পেয়ে সেনাবাহিনী, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল এখনও ব্যাহত রয়েছে।