বিশ্বকাপের চতুর্থ ম্যাচে টস জিতে ভারত বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশকালঃ ১৯ অক্টোবর ২০২৩ ০৩:০২ অপরাহ্ণ ১৯৪ বার পঠিত
বিশ্বকাপের চতুর্থ ম্যাচে টস জিতে ভারত বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারত বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। 

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে স্বতিতে নেই বাংলাদেশ। এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় টাইগাররা। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছিলেন সাকিব। তাই এই ম্যাচে নেই তিনি। ভারতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সাকিবের পরিবর্তে নাসুম আহমেদ ও পেসার তাসকিন আহমেদের পরিবর্তে হাসান মাহমুদ একাদশে জায়গা পেয়েছেন।  

 
অপরদিকে, বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে স্বাগতিকরা। এই বাংলাদেশের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।


বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুউল্লাহ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।