বিপিএলের টিকিট বিক্রি শুরু আজ থেকে, কিনবেন যেভাবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
বিপিএলের টিকিট বিক্রি শুরু আজ থেকে, কিনবেন যেভাবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের সিলেট-পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। বিকাল ৪টা থেকে দর্শকরা অনলাইনে টিকিট কাটতে পারবেন।

সিলেট পর্বে এবার শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে। স্টেডিয়ামের বুথে সরাসরি টিকিট পাওয়া যাবে না। দর্শকরা এই ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন। সবচেয়ে কম দামি টিকিট ২০০ এবং সর্বোচ্চ ২০০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব ও পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা। ক্লাব হাউজ ৫০০, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ এবং শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এরিয়ায় ২০০ টাকায় টিকিট কেটে খেলা দেখা যাবে।

ক্লাব হাউজ জিরো ওয়েস্ট জোনের টিকিটের মূল্য ৬০০ টাকা। বিপিএলের সিলেট পর্বে দেশের শীর্ষ ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকাদের খেলতে দেখার সুযোগ থাকছে।

তাই দর্শকদের ভিড় এড়াতে এবং নির্বিঘ্নে টিকিট নিশ্চিত করতে আগেভাগে অনলাইনে টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।