মামলায় অভিযোগ করা হয়েছে, জুলাই অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা, সহিংসতায় উসকানি ও নির্দেশনা দিয়েছেন আসামিরা। এ মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।
এদিকে, জুলাই আন্দোলনের সময় আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে। একই সঙ্গে ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি আখ্যা দিয়ে নয় তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকসহ সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।