বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) ক্যাম্পে থাকা ৬ জন নারী ফুটবলার নানা প্রতিবন্ধকতা কাটিয়ে মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) উত্তীর্ণ হয়েছেন। চলতি বছরের সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ চলাকালীন তারা পরীক্ষার প্রস্তুতি নেন এবং পরীক্ষার জন্য উপস্থিত থাকতে পারেননি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও।
তবুও, এই কঠিন পরিস্থিতিতেও তারা লেখাপড়ায় পিছিয়ে থাকেননি। ঐশী খাতুন ও ওমেলা মারমারা এ পেয়েছেন, এবং বাকিরা জিপিএ ৪ এর নিচে নামেননি। রাত জেগে পড়াশোনার মাধ্যমে তারা সাফল্য অর্জন করেছেন।
এই ফুটবলারদের সাফল্য কেবল তাদের জন্যই অনুপ্রেরণাদায়ক নয়, বরং সকল খেলোয়াড়দের জন্যও অনুকরণীয়। তারা প্রমাণ করে দিয়েছেন যে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায়ও ভালো করা সম্ভব।
ঐশী ও ওমেলা এসএসসি পরীক্ষায় এ পেয়েছেন।
বাকি চারজন ফুটবলার জিপিএ ৪ এর নিচে নামেননি।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলার পরই তারা পরীক্ষার জন্য বসেছিলেন। পরীক্ষার জন্য উপস্থিত থাকতে পারেননি তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। রাত জেগে পড়াশোনার মাধ্যমে তারা এই সাফল্য অর্জন করেছেন।