ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুন্যের উৎসব ২০২৫ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারী বিকেল ৩:৩০ মিনিটে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা: কানিজ সাবিহা,,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিচালক শাহ নেওয়াজসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহণ করেন গাইবান্ধা জেলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট জেলা ফুটবল একাদশ।