পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০৩:০১ অপরাহ্ণ   |   ১১৯ বার পঠিত
পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ঢাকা প্রেস নিউজ

 

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চালের নমুনা পরীক্ষা শেষে এর খালাসের কাজ শুরু করা হয়েছে।
 

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সম্পাদিত গেটু গেটু (জি টু জি) চুক্তির আওতায় পাকিস্তান থেকে এই চাল নিয়ে এমভি মরিয়ম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
 

এর আগে, ৫ মার্চ পাকিস্তান থেকে আরও একটি চালের চালান নিয়ে এমভি সিবি নামক একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পাকিস্তানি পতাকাবাহী এই জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ে।
 

খাদ্য অধিদপ্তর জানায়, পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে মোট ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এর মধ্যে প্রথম চালান এমভি সিবি জাহাজে এসেছে এবং বাকি চাল শিগগির বন্দরে পৌঁছাবে।
 

শিপিং ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম ইতোমধ্যেই চালু রয়েছে এবং সম্প্রতি প্রথম সরাসরি কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। পাকিস্তানি পতাকাবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ানো দেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।