শাহজালাল বিমানবন্দরের আশপাশ এখন ‘নীরব এলাকা’

প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ ৪১৮ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরের আশপাশ এখন ‘নীরব এলাকা’

ঢাকা প্রেস নিউজ


ঢাকা, ১ অক্টোবর:
আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে দেড় কিলোমিটার এলাকা ‘নীরব এলাকা’ বা ‘সাইলেন্ট জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানিয়েছেন, বিমানবন্দরের উত্তর ও দক্ষিণ দিকের নির্ধারিত এলাকা, স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এ নীরব এলাকাটি বিস্তৃত হবে। এই সিদ্ধান্তটি বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬-এর বিধি-৪ অনুসারে নেওয়া হয়েছে।
 

গত রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএনসিসি এই ঘোষণা দেয়। এই নতুন নিয়মের ফলে বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ কমবে এবং যাত্রীরা আরও শান্ত পরিবেশ উপভোগ করতে পারবে।