ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-
কক্সবাজারের রামু উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও দুজন, যার মধ্যে একজন শিশু, নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বন্যার পানিতে ভাসমান অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত ব্যক্তিরা হলেন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার আমজাদ হোসেন (২২) এবং ঈদগড় ইউনিয়নের বৈদ্য পাড়া এলাকার চচিং রাখাইন (৫৫)।
নিখোঁজ ব্যক্তিরা হলেন একই ইউনিয়নের ছালেহ আহমদের ছেলে রবিউল আলম (৩৫) এবং ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরিপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে মো. জুনাইদ (১০)।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এই মর্মান্তিক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন থেকে ১০ টন চালসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে। তবে, বন্যার তীব্রতা ও বিস্তৃতির কারণে ত্রাণ কার্যক্রমে কিছুটা জটিলতা দেখা দিয়েছে।