সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মামলা দায়ের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৪ অপরাহ্ণ   |   ৮৩ বার পঠিত
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মামলা দায়ের

গাজীপুরে বনভূমি দখলের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক। দুর্বৃত্তরা তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে, মোবাইল ফোন ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত করে।
 

ঘটনাটি ঘটে গাজীপুর সদর উপজেলার নয়নপুর কড়ইতলা এলাকায়। হামলার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন— দৈনিক স্বাধীন বাংলা-এর গাজীপুর প্রতিনিধি রুকনুজ্জামান খান, বিডি ২৪ লাইভ-এর গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, দৈনিক তরুণকণ্ঠ-এর উত্তর প্রতিনিধি নজরুল ইসলাম এবং দৈনিক মুক্ত বলাকা-এর স্টাফ রিপোর্টার মিলন শেখ
 

হামলার ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন সাংবাদিক রুকনুজ্জামান খান। তিনি জানান, বনভূমি দখলের খবর পেয়ে তিনি সহকর্মী মিলন শেখ, নজরুল ইসলাম ও রাসেল শেখকে নিয়ে ঘটনাস্থলে যান। তখন স্থানীয় শাহাবুল ইসলাম, তার ছেলে আব্দুল্লাহ নীরব, নাঈম মিয়া এবং মৃত আব্দুল রহমানের ছেলে আকবর আলীসহ ১০-১৫ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তারা ক্যামেরা, মোবাইল সেট কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং মারধর করে, এতে চার সাংবাদিক আহত হন।
 

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, অভিযুক্ত শাহাবুল ইসলাম (৫৮), আব্দুল্লাহ নীরব (২০), নাঈম মিয়া (২৮) এবং আকবর আলী (৫০)-সহ ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
 

এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।