আরব আমিরাত থেকে বড় দুঃসংবাদ বাংলাদেশে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০০ অপরাহ্ণ   |   ২৮ বার পঠিত
আরব আমিরাত থেকে বড় দুঃসংবাদ বাংলাদেশে

অনলাইন ডেস্ক:-


 

এবার বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য আরব আমিরাতের ভিসা পাওয়া আরও কঠিন হয়ে যাচ্ছে। দেশটি সম্প্রতি পর্যটন ও কর্মসংস্থানভিত্তিক ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
 

নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডার নাগরিকরা পড়বে।
 

সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারিতে কার্যকর হবে। শুধু পর্যটক নয়, ব্যবসায়িক উদ্দেশ্যে দেশটিতে প্রবেশের জন্যও এই ৯ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং মহামারি (কোভিড-১৯) এর প্রভাবকে এ নিষেধাজ্ঞার কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির সরকার।
 

নিষেধাজ্ঞা কার্যকর হলে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ৯ দেশের নাগরিকদের ভিসা আবেদন বন্ধ থাকবে।