ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজনকে আটক করেছে গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা।
সোমবার ভোর ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রাম থেকে আশরাফুল আলম নামের ওই যুবককে আটক করা হয় বলে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান।
আটক ২০ বছর বয়সী আশরাফুল আলম ওই গ্রামের আজম আলীর ছেলে।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, “গোপন সংবাদে ওই এলাকার গ্রাম পুলিশ লিটন মিয়া ও রমজান আলীসহ কয়েকজন ছাত্র মিলে ভোটহাট বাজারের পাশে ঘুনাপাড়া রাস্তায় অবস্থান নেয়। এক পর্যায়ে একটি প্লাস্টিকের বস্তাসহ আশরাফুলকে আটক করে তারা। পরে বিজিবি ও ইউপি সদস্যসহ এলাকাবাসীর সামনে ওই বস্তা খুলে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল বের করা হয়।”
পরে ঘটনাটি ভূরুঙ্গামারী থানায় জানানো হলে পুলিশ গিয়ে আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে সকালে কুড়িগ্রাম আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।