সামাজিক বার্তা ও রোমাঞ্চ দুটি আছে

প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৩ ০৬:১৩ অপরাহ্ণ ৩১০ বার পঠিত
সামাজিক বার্তা ও রোমাঞ্চ দুটি আছে

একজনের হাতে খুন হয়েছে জয়িতার প্রেমিক। হত্যার রহস্য উন্মোচন করতে গিয়ে গোলকধাঁধায় আটকে যায় জয়িতা। সামনে আসতে থাকে অবিশ্বাস্য সব সত্য। এই সত্য তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তবু সত্যের মুখোমুখি তাকে হতে হবে। মারকিউলিস–এ এমন সব রহস্যের চমক নিয়ে আসছে চরকি। ক্রাইম, থ্রিলার, সাসপেন্সে ভরপুর এই সিরিজে সামাজিক নানা বিষয়ও উঠে আসবে। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সিরিজটিতে জয়িতা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। 

হঠাৎই গত বছরের সেপ্টেম্বর থেকে নাটক থেকে দূরে অভিনেত্রী সাবিলা নূর। এ জন্য ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে শুনতে হয়েছে, কোন অভিমানে কাজ করছেন না। সেই জবাব এবার হাসিমুখে দিলেন সাবিলা। জানালেন, অক্টোবর থেকে শুটিংয়ের প্রস্তুতির মধ্যে ছিলেন। একের পর এক রিহার্সাল করে যেতে হয়েছে। চিত্রনাট্যের ১১টি ড্রাফট পরিবর্তন শেষে চরিত্রটি নিয়ে ভয়ানক এক ‘জার্নি’র মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। সাবিলা বলেন, ‘চরিত্রটি অনেক কঠিন ছিল। এ ধরনের চরিত্রে আমি আগে কখনোই অভিনয় করিনি।’

আট পর্বের এই সিরিজ দিয়ে প্রথমবার স্ট্রিমিং প্ল্যাটফর্মে নাম লেখাচ্ছেন সাবিলা নূর। তাই প্রথম থেকেই কিছুটা চিন্তিত ছিলেন। কারণ, নতুন এক মাধ্যমে যুক্ত হবে তার নাম। কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা আরও বলেন, ‘আমাদের টিমটি ছিল অনেক বড়। সেখানে ধরে ধরে কাজ করতে হয়েছে। এমনও হয়েছে শীতের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছি। তবু কোনো ছাড় দিয়ে কাজ করিনি। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে। সহশিল্পী, পরিচালকসহ সবাই কাজটি নিয়ে সিরিয়াস ছিলেন।’

এর আগে জালালের গল্প, আড়াই মণ স্বপ্নসহ প্রায় সব কাজে সামাজিক গল্প বললেও এবারই প্রথম থ্রিলার ও ক্রাইম জনরার গল্প বেছে নিয়েছেন আবু শাহেদ ইমন। কথার শুরুতেই পরিচালকের কাছে জানতে চাই, এই গল্প কেন দর্শকদের জন্য নতুন? তিনি বলেন, ‘আমি সব সময়ই সামাজিক বার্তা থাকে এমন গল্প বলেছি। যেটা দর্শকদের ইন্সপায়ার করে। এবারের গল্পটি একই সঙ্গে সামাজিক বার্তা দেবে, আবার রোমহর্ষক ঘটনাগুলোকে গল্পের সঙ্গে যুক্ত করবে। বলা যায়, একের মধ্যে দুই। এ সময়ের দর্শক যে ধরনের ওটিটির কাজ পছন্দ করে, সেটাই পাবে।’ শাহেদের এটি প্রথম ওয়েব সিরিজ।

গল্পে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। জানতে চাইলে তিনি হেসে বললেন, ‘আমার অভিনয় ক্যারিয়ার এখানেই শেষ করে দিয়ো না। এখনই গল্পটি নিয়ে কোনো কিছুই বলতে মানা করেছে পরিচালক।’

তাকে যখন জানালাম, চরকি থেকে সিরিজটির প্রচারণা শুরু হয়েছে, পরিচালক নিজেই এখন খবরটি জানাচ্ছেন, তখন সেলিম বলেন, ‘আগে দু-একটা ফ্রেমে বা দৃশ্যে হয়তো অভিনয় করেছি। কিন্তু এবার মোটামুটি বড় একটি চরিত্র দিয়ে আমাকে বিপদে ফেলেছিল ইমন (হাসি)। আমি তো অভিনয় করবই না। পরে শুনলাম তারা আমার ছবি রেফারেন্স হিসেবে ব্যবহার করে, আমার মতো একজনকে খুঁজছে। ইমনও কাছের মানুষ। বাধ্য হয়েই রাজি হতে হলো। পরে কাজটি করে বেশ ভালো লেগেছে।’

চরকিতে প্রথম কাজ করছেন জাকিয়া বারী মম ও রওনক হাসান। পরিচালকের সঙ্গেও মমর এটা প্রথম কাজ। বলেন, ‘মারকিউলিস একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রের নানা ডাইমেনশন আছে।’ অভিনেতা রওনক বলেন, ‘এখনকার সময়ের কনটেন্টগুলো অধিকাংশ ক্রাইম, থ্রিলার, অ্যাকশননির্ভর। সেখানে মারকিউলিস ব্যতিক্রম। আমরা একটা ভালো কাজ করবার চেষ্টা করেছি। বাকিটা দর্শক বলবেন।’

চরকি অরিজিনাল সিরিজ মারকিউলিস–এর গল্প প্রসঙ্গে পরিচালক জানান, ‘মূলত এটি একটি মেয়ের গল্প। তার প্রেমিক একজনের হাতে খুন হন। ড্রামা থ্রিলার জনরার গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে।’ এই সিরিজে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, রাশেদ অপু, মাজনুন মিজান, অশোক বেপারী, শরীফ সিরাজ, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণসহ আরও অনেকেই। এটি শিগগির চরকিতে মুক্তি পাবে।