মানিকছড়িতে সনাতনী যুবকের ইসলাম ধর্ম গ্রহণ। 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
মানিকছড়িতে সনাতনী যুবকের ইসলাম ধর্ম গ্রহণ। 

মোহাম্মদ করিম,খাগড়াছড়ি প্রতিনিধি:-


খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে  সূর্য দেব নাথ (১৮) নামক সনাতনী যুবক ইসলাম ধর্ম গ্রহন করেছেন। সোমবার খাগড়াছড়ি ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হলফনামা মূলে সনাতনী ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মীয় রীতি মেনে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন।


এসময় ওই যুবক তার পুর্ব  নাম পরিবর্তন করে রাখেন মো. জুনায়েদ ওমর।

 

হলফনামা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভার টিএন্ডটি টিলার বিমল দেব নাথ ও সীমা দেব নাথের জ্যেষ্ঠ পুত্র সূর্য দেব নাথ। সনাতনী ধর্ম ত্যাগের ইচ্ছায় সম্প্রতি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু মুসলিমপাড়া এলাকায় এসে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন এবং স্থায়ী বসবাস শুরু করেন।
 

গত ২১ এপ্রিল খাগড়াছড়ির ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর আদালতে হলফনামা নম্বর ৩৪১/২৫ মূলে সূর্য দেব নাথ সনাতনী ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। নাম পছন্দ করলেন মো. জুনায়েদ ওমর। খাগড়াছড়ি কোর্টের অ্যাডভোকেট মো. রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।