পটুয়াখালীতে ফেসবুক স্ট্যাটাসের পর তরুণীর আত্মহত্যা

প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ ৪৭২ বার পঠিত
পটুয়াখালীতে ফেসবুক স্ট্যাটাসের পর তরুণীর আত্মহত্যা

ঢাকা প্রেস
পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি:-

 

পটুয়াখালী সদর উপজেলার কাঠপট্টি এলাকায় এক তরুণী ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করার পর আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 


 

নিহত আফরোজা আক্তার খাদিজা (২৫) পটুয়াখালী করিম মৃধা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, খাদিজা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রেম সংক্রান্ত একটি আবেগঘন পোস্ট করার পর দুপুর ২টার দিকে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
 

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, ঘটনার সময় খাদিজার বাবা, মা এবং ভাই কেউই বাড়িতে ছিলেন না। পরে তার ছোট ভাই তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে উঠলে স্থানীয়রা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।