অপহরণকারীকে আটকের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৪ ০৫:৩২ অপরাহ্ণ ৩৬১ বার পঠিত
অপহরণকারীকে আটকের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা প্রেস

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অপহৃত কলেজ পড়ুয়া মেয়েকে উদ্ধার ও আপহরণকারী ছাত্রলীগ নেতাকে আটকের দাবীতে অপহৃতার পিতা ও নানা সংবাদ সম্মেলন করেছেন।গতকাল শনিবার সকাল ১০টায় অপহৃতার স্বজনদের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়ের পিতা উল্লেখ করেন, তার মেয়ে জান্নাতুন ফেরদৌস নওগাঁ জেলার পোরশা উপজেলার বলদাহা গ্রামে তার নানা রফিকুল ইসলামের বাড়ি থেকে ওই উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে ১ম বর্ষে অধ্যায়নরত ছিল। গত ৮ অক্টোবর সে আমার বাড়ি নাচোল উপজেলার কসবা ইউপির কলাবোনা গ্রামে আসে। পরদিন ৯ অক্টেবর মেয়ের পিতা-মাতার অনুপস্থিতিতে কলাবোনা গ্রামের বেলালের ছেলে আওয়ামী ছাত্রলীগ নেতা বিপ্লব(৩০) পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকাল ৮টার দিকে মোবাইল ফোনে জান্নাতুন ফেরদৌসকে বাড়ির বাইরে ডেকে বিপ্লবের পিতা-মাতা, সহদর ভাই হৃদয়(২০) ও চাচাতো ভাই রশিদের সহযোগিতায় ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে অপহরণ করে এবং আত্মগোপনে চলে যায়। মেয়ের পিতা-মাতা ও অন্যান্য স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করে মেয়ের কোন সন্ধান না পেয়ে গত ৯ অক্টোবর তিনি নাচোল থানায় উল্লেখিত ব্যক্তিদেরকে আসামী করে একটি অপহরণ মামলা দয়ের করেন। মামলা দায়ের করার পর এক মাস পেরিয়ে গেলেও নাচোল থানাপুলিশ অপহরণকারীর পিতা বেলাল, ভাই হৃদয় ও রশিদকে আটক করে জেলহাজতে পাঠায়। কিন্তু নাচোল থানাপুলিশ অপহরণকারী বিপ্লবের স্বজনদের নিকট থেকে মোটা অংকের উৎকচের বিনিময়ে ও কসবা ইউপির ৬নং ওয়ার্ড সদস্য মোঃ ফিরোজের দ্বারা প্রভাবিত হয়ে মূল আসামী ছাত্রলীগ নেতা বিপ্লবকে আটক ও তার মেয়েকে উদ্ধার কাজে টালবাহানা করে কাল ক্ষেপণ করে চলেছে। সংবাদ সম্মেলনে অপহৃতার পিতা মামুন আর রশিদ ও নানা রফিকুল ইসলাম কলেজছাত্রী জান্নাতুন ফেরদৌসকে উদ্ধার ও অপহরণকারী বিপ্লবকে জরুরী ভিত্তিতে আটকের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জোর দাবী জানিয়েছেন। এ বিষয়ে নাচোল থানার ওসি(তদন্ত) ফরিদ আহম্মেদ জানান, মামলা দায়েরের পর পরই এজাহারনামীয় ৩ জন আসমীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের জোর চেষ্টা অব্যাহত আছে।