ঢাকা প্রেস নিউজ
পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান ‘স্পিরিটস অব জুলাই’ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাংলাদেশে পৌঁছেছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই কিংবদন্তি শিল্পী। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এরপর, তিনি রাজধানীর একটি ৫ তারকা হোটেলে অবস্থান নেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। এই কনসার্টের আয়োজন করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য। কনসার্টে গান পরিবেশন করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান, যিনি বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।
রাহাত ফতেহ আলী খানের পাশাপাশি কনসার্টে আরও গান পরিবেশন করবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এছাড়া, র্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নানেরও পরিবেশন থাকবে।
সংগীত ছাড়াও কনসার্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।
এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। বিশেষ এই আয়োজনে রাহাত ফতেহ আলী খান এবং তার দল বিনা পারিশ্রমিকে অংশ নেবেন।
এছাড়া, কনসার্টের বিক্রিত টিকিট থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ গ্রহণ করবে না। কনসার্টের আয়োজনে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক (টিকিট ও ভেন্যু) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে, প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম সই করা বিশেষ আদেশে জানানো হয়েছে যে, ২১ ডিসেম্বর ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে মূসক ও সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এদিকে, ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টকে কেন্দ্র করে বিশেষ যান চলাচল নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই নির্দেশনা ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত কার্যকর থাকবে। যানজট এড়াতে ওই সময় এক্সপ্রেসওয়ে, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহার করা যাবে।
ডিএমপি জানায়, আর্মি স্টেডিয়ামের আশপাশের সড়কগুলোর যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।