যেদিন গ্রেপ্তার, সেদিন থেকেই সাজার কার্যকারিতা: অ্যাটর্নি জেনারেল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০৪:২৭ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
যেদিন গ্রেপ্তার, সেদিন থেকেই সাজার কার্যকারিতা: অ্যাটর্নি জেনারেল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড আসামিদের গ্রেপ্তারের দিন থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রায় ঘোষণার পর আদালত চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
 

তিনি বলেন, মামলায় দুই আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর একজন আসামি রাজস্বাক্ষী হওয়ায় সকল দিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।
 

শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে দণ্ড ঘোষণা করা হয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায় যুগান্তকারী। এটি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসনকে আরও শক্তিশালী করবে।”
 

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।