মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্ত মোশারফ গ্রেপ্তার, জনমনে ক্ষোভ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৫:০৪ অপরাহ্ণ   |   ১০৮ বার পঠিত
মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্ত মোশারফ গ্রেপ্তার, জনমনে ক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি:-
 

মেহেরপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে এক ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোশারফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন নতুনপাড়া এলাকার নুরন্নেশা উদ্দিনের ছেলে।
 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ দুপুরে বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী মোশারফ হোসেন ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য সে মেয়েটিকে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দেয়।
 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। একই দিন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলা দায়েরের মাত্র ১০ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া থেকে অভিযুক্ত মোশারফ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে অভিযুক্ত মোশারফ হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
 

এদিকে, ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ হয়ে ধর্ষকের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।