সচিব পদের দুই কর্মকর্তাকে বদলি: নতুন নিয়োগ ও অবসর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ আগu ২০২৪ ০৬:৩৪ অপরাহ্ণ   |   ৫৪২ বার পঠিত
সচিব পদের দুই কর্মকর্তাকে বদলি: নতুন নিয়োগ ও অবসর

ঢাকা প্রেস নিউজ


সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট), জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সচিব পদের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

 

মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার মাত্র তিন দিনের মধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।
 

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
 

এদিকে, গত ১৪ আগস্ট জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।