অনলাইনে প্রতারণা - সর্তকতা ও সাবধানতা অবলম্বনে সিএমপির বার্তা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জুলাই ২০২৫ ০৬:১৮ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
অনলাইনে প্রতারণা - সর্তকতা ও সাবধানতা অবলম্বনে সিএমপির বার্তা

ডেস্ক নিউজ-চট্টগ্রাম:-

 

বর্তমানে ফেসবুক, ম্যাসেঞ্জার, ই-মেইল, ইউটিউব, মোবাইল কল বা SMS–এর মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার বা পুরস্কারের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা বেড়েছে....!
 

প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদেশ ফেরত আত্মীয়, ধনাঢ্য ব্যবসায়ী, অনলাইনে কমদামে বিভিন্ন মালামাল বিক্রি কিংবা সহজে ইউরোপ-আমেরিকার ভিসার ব্যবস্থা করার প্রলোভনে মানুষকে টার্গেট করে বিশ্বাস অর্জন করছে।
 

ফিশিং (Phishing) ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য জেনে নিচ্ছে এবং এরপর মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) অথবা ব্যাংক হিসাব থেকে টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে...!
 

এর থেকে পরিত্রাণ পেতে সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম'র নির্দেশনা অনুযায়ী উল্লেখিত সর্তক বার্তা নগরবাসীর জন্য বিশেষ প্রদান করেন।

১)সতর্ক থাকুন — সচেতন হোন:
২)অচেনা নম্বর বা লিংকে ক্লিক করবেন না।
৩)আপনার জাতীয় পরিচয়পত্র, ওটিপি, পাসওয়ার্ড, বা পিন কেউ চাইলে কখনোই দিবেন না। 
৪)লোভনীয় পুরস্কার, লটারির প্রলোভনে ক্লিক বা টাকা পাঠাবেন না।
৫)আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে কেউ টাকা দাবি করলে নিকটস্থ থানায় জানান।
# আমরা সবাই সচেতন হলে প্রতারণা রোধ করা সম্ভব-নিজে সচেতন হোন, পরিবার ও প্রিয়জনকেও সতর্ক করুন।