তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার কারণ জানালেন ডিবির হারুন

প্রকাশকালঃ ২৭ জুলাই ২০২৪ ০৪:১৯ অপরাহ্ণ ৮১ বার পঠিত
তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার কারণ জানালেন ডিবির হারুন

শনিবার (২৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নেয়ার বিষয়ে মুখ খুলছেন ডিবির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ করেন তার স্বজনরা। পরে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলাপকালে তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ডিবিপ্রধান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং অপর দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আমরা শুক্রবার দিবাগত রাতে নিয়ে এসেছি। তারা বিভিন্ন জায়গা, ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলে, আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেয়া। তাদের ক্ষেত্রে আমরা সেটাই করছি।’

হারুন-অর রশীদ বলেন, ‘গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং আরও কিছু নেতাকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসা করেছি। তারা বলেছেন যে সমন্বয়কদের সঙ্গে তাদের কথা হয়েছে। অন্য নেতাদের সঙ্গে তাদের (সমন্বয়করা) কী কথা হয়েছে, এগুলো জানার জন্য আমরা তাদের কিছু জিজ্ঞাসাবাদ করব। পাশাপাশি তাদের নিরাপত্তা দেব।’