ঢাকা প্রেসঃ
বিএনপি-পন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মৌখিক বক্তব্য শোনার পর আদালত লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছে। আইনজীবীরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালত-বার সম্পর্কের উন্নতি চান বলে দাবি করেছেন। প্রধান বিচারপতি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন উদ্ধৃত করে লিখিত জবাব দিতে বলেছেন। আদালত ২৫ জুলাই এই বিষয়ে আদেশ দেবে।
আজ বুধবার (১২ জুন, ২০২৪) সকালে আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে বিএনপি-পন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হয়।
সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন আইনজীবীদের পক্ষে মৌখিক বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, অভিযুক্ত আইনজীবীরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনজীবী-বার ও আদালতের মধ্যে উন্নত সম্পর্ক চান।
প্রধান বিচারপতি জয়নুল আবেদীনকে বলেন, তাদের বক্তব্য হৃদয়গ্রাহী হলেও আদালত অবমাননার অভিযোগে লিখিত জবাব দাখিল করা হয়নি কেন।
এরপর প্রধান বিচারপতি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন "হৃদয়ের কথা বলিতে ব্যাকুল" উদ্ধৃত করে বলেন, আইনজীবীদের হৃদয়ের কথা লিখিত আকারে দাখিল করলে আদালত বিষয়টি বিবেচনা করবে।
আদালত আইনজীবীদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী ২৫ জুলাই আদেশের জন্য দিন ধার্য করে।
বিএনপি-পন্থী ৭ আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত ২৫ জুলাই এই বিষয়ে চূড়ান্ত রায় দেবে।