লেবানন থেকে ফিরলেন আরও ১৮৩ বাংলাদেশি

প্রকাশকালঃ ০৬ নভেম্বর ২০২৪ ০২:৩৩ অপরাহ্ণ ৩০৪ বার পঠিত
লেবানন থেকে ফিরলেন আরও ১৮৩ বাংলাদেশি

ঢাকা প্রেস নিউজ


আরও ১৮৩ বাংলাদেশি দেশে ফিরলেন..........

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষের জেরে লেবাননে আটকে পড়া ১৮৩ জন বাংলাদেশি নাগরিককে সরকারি উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
 

এর আগেও একাধিক ফ্লাইটে লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনা হয়েছিল। সর্বমোট ৫২১ জন বাংলাদেশিকে এভাবে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
 

প্রত্যাবাসিত প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস (বৈরুত), এবং আইওএমের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 

লেবাননে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশিদের জীবন ও সম্পত্তির ঝুঁকি সৃষ্টি হওয়ায় সরকার তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
 

আইওএম প্রত্যাবাসিতদের জন্য আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করছে।
 

বাংলাদেশ দূতাবাস (বৈরুত) লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।