সাঁথিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ০৩:০২ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
সাঁথিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-


 

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের মানপুর গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে সিগবাতুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিগবাতুল্লাহ মানপুর গ্রামের নাসিমের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সিগবাতুল্লাহ বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এনামুল হক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।